শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৫তম প্রয়ান দিবস আজ

শনিবার, জানুয়ারী ১৪, ২০২৩

প্রিন্ট করুন

ফেনী: বাংলা নাটকের শেকড়সন্ধানী নাট্যাচার্য সেলিম আল দীনের ১৫তম প্রয়ান দিবস আজ ১৪ জানুয়ারি (শনিবার)। তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখীল গ্রামে জন্ম নেন ও ২০০৮ সালের এ দিনে ঢাকায় ল্যাব-এইড হসপিটালে মারা যান। ১৫তম প্রয়ান দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। এ ছাড়া, তার জন্মভিটা ফেনীতে স্মরণসভার আয়োজন করেছে ‘সেলিম আল দীন চর্চা কেন্দ্র’।

কর্মসূচির প্রথম দিনে ১৪ জানুয়ারি সকাল সাড়ে দশটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে একটি স্মরণযাত্রা। বিকাল তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘শেষ নাহি যে’ শীর্ষক আলোচনা সভা। এতে আলোচক থাকবেন নাট্যকার ও অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম। উপস্থাপনা করবেন অধ্যাপক লুৎফর রহমান। সন্ধ্যা ছয়টায় ‘নাট্যোৎসব উদ্বোধন ও সেলিম আল-দীন স্মরণ’ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এতে বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক আবদুস সেলিম, নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, সংগীতশিল্পী ফাহমিদা নবী ও নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে সেলিম আল-দীনের গান। এটি পরিবেশনায় থাকবেন ফাহমিদা নবী ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। রাত আটটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পরিবেশিত হনাটক ’স্বর্ণবোয়াল’। এটি পরিবেশন করবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও নির্দেশনায় থাকবেন ইউসুফ হাসান অর্ক। নাট্যোৎসবের দ্বিতীয় দিন রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় ‘সেলিম আল দীন স্মরণ’ অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক রশীদ হারুন। সন্ধ্যা সতাটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পরিবেশিত হবে নাটক ’মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’। এটি পরিবেশন করবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও নির্দেশনায় থাকবেন রেজা আরিফ।

নাট্যোৎসবের তৃতীয় দিন সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় রয়েছে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। এ ছাড়া বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। রাত সাতটায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে পরিবেশিত হবে নাটক ‘নিমজ্জন’। এটি পরিবেশন করবে ঢাকা থিয়েটার ও নির্দেশনায় থাকবেন নাসির উদ্দীন ইউসুফ।

নাট্যাচার্য সেলিম আল-দীনের নিজ জেলা শহর ফেনীতে শনিবার (১৪ জানুয়ারি) স্মরণসভার আয়োজন করেছে ‘সেলিম আল দীন চর্চা কেন্দ্র।

সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব সরোয়ার জানান, শনিবার সন্ধ্যা ছয়টায় ফেনী শহরের ট্রাংক রোডস্থ আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রে ‘সেলিম আল দীন স্মরণসভা’ অনুষ্ঠিত হবে।

স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চায় ঐতিহ্যবাহী নাট্য-আঙ্গিকের নানা শৈলীকে নতুনরূপে সৃষ্টি করেছেন সেলিম আল-দীন। তিনি ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা তার হাত ধরেই। বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ ‘বাংলা নাট্যকোষ’ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করেছেন তিনি নিজেই। তার রচিত ‘হরগজ’ নাটকটি সুয়েডীয় ভাষায় অনূদিত হয় ও এ নাটকটি ভারতের রঙ্গকর্মী নাট্যদল হিন্দি ভাষায় মঞ্চায়ন করেছে। আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচরণকেন্দ্রিক এথনিক থিয়েটারেরও উদ্ভাবনকারী তিনিই।