সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের স্মার্ট হতে বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

সোমবার, জানুয়ারী ১৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃদপীন্ড। এ বন্দর থেমে গেলে বাংলাদেশ থেমে যায়। গত ১৪ বছরে চট্টগ্রাম বন্দর এক দিনের জন্যও বন্ধ ছিল না। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এর গর্বিত অংশীদার। পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলসহ সব উন্নয়ন প্রকল্পে চট্টগ্রাম বন্দরের অবদান অনেক বেশি। চট্টগ্রাম বন্দর কখনো বন্ধ হয়নি বলেই বাংলাদেশ উন্নয়নের রোলমডেল।’

সোমবার (১৬ জানুয়ারি) সকালে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের ও দশ মিটার গভীরতার জাহাজ বার্থিং ও চট্টগ্রাম বন্দর কেন্দ্রীয় ভান্ডারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘চবক ও বন্দরের অংশীজনদের প্রস্তাবনার সরকার মনযোগ সহকারে আমল করে। তারপর সিদ্ধান্ত নেয়। এখন মাত্র ৪৮ ঘন্টার মধ্যে একটি জাহাজের পণ্য খালাসের কার্যক্রম শেষ করা সম্ভব হয়। এত দুর্যোগের মাঝেও ৩১ লাখ কনটেইনার হেন্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। এটা বন্দরের জন্য একটি বিরাট সাফল্য। আর সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত ও প্রযুক্তির ব্যবহারের ফলে এ সাফল্য এসেছে। আপনাদের দাবির ফসল হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। যা এরই মধ্যেই প্রায় ৯৫ শাতাংশ কাজ শেষ হয়েছে। এখন বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক দেশগুলোর জন্যও বাংলাদেশ প্রস্তুত হয়েছে। বাংলাদেশ আরো এগিয়ে যাবে।’

প্রতিমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বন্দরের কর্মকর্তা কর্মচারীদের স্মার্ট কর্মী হিসেবে গড়ে উঠতে অনুরোধ জানান।

চবকের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম বন্দরে প্রথম বারের মত কমন এটলাস নামে ২০০ মিটার দৈর্ঘ্যের ও দশ মিটার গভীরতার একটি জাহাজ ভিড়েছে । এটি চট্টগ্রাম বন্দরের সক্ষমতার একটি বড় মাইলফলক। এত দিন সর্বোচ্চ ১৯৫ মিটার দৈর্ঘ্যের ও নয় দশমিক পাঁচ মিটার গভীরতার জাহাজ ভিড়ছে। কিন্তু আজ থেকে ২০০ মিটার দৈর্ঘ্যের ও দশ মিটার গভীরতার জাহাজ বন্দরের জেটিতে ভিড়েছে। এর প্রতিটি জাহাজে প্রায় চার হাজার কনটেইনার পরিবহন করতে পারবে। এর ফলে আগের চেয়ে প্রতিটি জাহাজে এক হাজার অধিক কনটেইনার পরিবহন করা সম্ভব হবে। এতে বাড়বে কনটেইনার হ্যান্ডেলিং, কমবে কনটেইনারবাহী পণ্য পরিবহন ব্যয়।’

এর আগে মন্ত্রী চট্টগ্রাম বন্দর কেন্দ্রীয় ভান্ডার উদ্বোধন করেন।