লিব্রেভিল, গ্যাবন: মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের পররাষ্ট্র মন্ত্রী মাইকেল মুসা আদামো শুক্রবার (২১ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন। সরকার ও প্রেসিডেন্ট প্রাসাদ সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
সরকারের বিবৃতিতে বলা হয়, ‘৬২ বছর বয়সী মুসা আদামো হৃদরোগে আক্রান্ত হন ও ‘বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না।’ তিনি প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্ডিম্বার দীর্ঘ দিনের সহযোগী ছিলেন।
প্রেসিডেন্ট প্রাসাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার ঠিক আগে ‘তার কিছু সরকারি সহকর্মীর উপস্থিতিতে ওয়েটিং রুমে বসেছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করছিলেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, অজ্ঞান অবস্থায় তাকে একটি সামরিক হাসপাতালে নেয়া হলেও দুপুরের পরপরই তিনি মারা যান।