সোমবার, ২১ এপ্রিল ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালির

রবিবার, জানুয়ারী ২২, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন টন: যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান দলের নেতা নিকি হ্যালি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। তবে নির্বাচনে সত্যিই প্রার্থী হচ্ছেন কিনা, তা সরাসরি বলেননি হ্যালি। খবর এনডিটিভির।

নিকি হ্যালি গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রচারিত সাক্ষাৎকারের এক পর্যায়ে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ‘নতুন নেতা’ হতে পারেন যার দেশকে ‘নতুন দিকে নিয়ে যাওয়ার সক্ষমতা’ রয়েছে।

৫১ বছর বয়সী এ রিপাবলিকান নেতা সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের অক্টোবরে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছিলেন হ্যালি।

নিকি হ্যালি আরো বলেন, ‘জো বাইডেনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়।’

হ্যালি বলেন, তিনি এখনো প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে প্রাথমিক খোঁজখবর করছেন।

নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছরের ৫ নভেম্বর হওয়ার কথা।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জিজ্ঞাসা করা হলে হ্যালি সুস্পষ্ট করে কিছু বলেননি।

জবাবে তিনি বলেন, ‘আমি এখন কোন ঘোষণা দিতে যাচ্ছি না।’ তবে সেইসাথে এ-ও বলেন, ‘ এ বিষয়ে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমত, এ পরিস্থিতিতে কি নতুন পথে চলা প্রয়োজন? দ্বিতীয়ত, আমিই কি সেই নতুন নেতা হতে পারি? হ্যাঁ, আমাদের একটি নতুন পথে যেতে হবে। আর আমার মনে হয়, আমি সেই নেতাটি হতে পারি।’

সাক্ষাৎকারে নিকি হ্যালি তার গভর্নর ও রাষ্ট্রদূত থাকার সময় বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আমি দেখিয়েছি, আমি কতটা কী করতে পারি।’