নিউইয়র্ক: পাঁচ বছরেরও বেশি সময় পরে নিউইয়র্কের ব্রঙ্কস নদীতে ফিরে এসেছে ডলফিন। যদিও সম্প্রতি তাদের শহরের ইস্ট রিভারে দেখা গেছে। ২০১৭ সালের পর থেকে প্রথম বারের মত ব্রঙ্কস নদীতে এ জাতীয় প্রাণিদের দেখা গেল। নদীতে প্রচুর পরিমাণে মাছ থাকার ব্যবস্থা করায় ডলফিন আকৃষ্ট হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
শহরের পার্কস ও বিনোদন বিভাগ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ডলফিন দেখা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘স্তন্যপায়ী প্রাণীদের আগমন এক দিকে আনন্দদায়ক, পাশাপাশি একটি সতর্কতাও নিয়ে এসেছে। কেউ যেন প্রাণিগুলো পরিদর্শনের সময় তাদের বিরক্ত না করে। তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এমন আচরণ প্রত্যাশিত।
ব্রঙ্কস নদীটি মেট্রোপলিসের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে প্রবাহিত। এটি নিউইয়র্ক সিটির একমাত্র মিঠা পানির নদী। জলপথ রক্ষা ও পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠান ব্রঙ্কস রিভার অ্যালায়েন্স ডলফিনগুলোর রক্ষণাবেক্ষণের বিষয়টি দেখভাল করছে। তারা ডলফিনগুলোর ব্যাপারে অধিক যত্নশীল বলে জানিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানটি লিখেছে, ‘এনওয়াই হারবারের কাছে ফের ডলফিন সাঁতার কাটছে। ডলফিনের চিৎকারও শোনা যাচ্ছে।’
খবরে বলা হচ্ছে, ‘দূষণ ও আবাসস্থল ধ্বংসের ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ডলফিনের সংখ্যা কমে গেছে। অনেক ডলফিন প্রতি বছর জেলেদের মাছ ধরার জালে আহত হয়ে মারা যায়।’
তবে সামুদ্রিক স্তন্যপায়ী সুরক্ষা আইনের অধীনে পুরো যুক্তরাষ্ট্রে কঠোরতা অবলম্বন করা হয়, ফলে ডলফিন হত্যা করা কিংবা শিকার করা অতটা সহজ নয়। ডলফিন গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পানির নিচে মাইন খুঁজে বের করতে ও শত্রু সামরিক কর্মীদের সনাক্ত করতে তাদের ব্যবহার করে।