নিউইয়র্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে প্রতিবাদ সভা করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেন রেষ্টুরেন্ট মিলনায়তনে রোববার (২২ জানুয়ারী) সন্ধ্যায় এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান। সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, মো. নাছির খান, সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, সদস্য দেলওয়ার মজুমদার, রাসেল সরকার।
সভায় বক্তারা বলেন, ‘জিএম কাদেরকে পার্টির কাজ পরিচালনায় আদালত থেকে বাধা দেয়া হয়েছে। তাই, পার্টির সব সাংগঠনিক কার্যকলাপ আজ বাধার মুখে। জাতীয় পার্টি বাংলার মেহনতি মানুষের পার্টি। বাংলার মানুষ আজ বর্তমান সরকারের দমননীতিতে অসহায়।’
বক্তারা আরো বলেন, ‘আমরা পার্টির প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, পার্টির শীর্ষ সব নেতাকে নিয়ে রাজনৈতিক সমস্যার সমাধাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পার্টিকে প্রস্তুত করার জন্য। অন্যথায়, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমের গতি কমে যাবে। বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জাতীয় পার্টি বাংলার মানুষের তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার নিশ্চয়তা দেবে।’
বক্তারা জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখাকে দালাল ও অবৈধ ব্যবসায়ী মুক্ত করার দাবি জানান।