সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

মিরসরাই শিল্প নগরে ৬.০৫ মিলিয়ন ডলারে পোশাক কারখানা করবে ভাইয়া অ্যাপারেলস

বুধবার, জানুয়ারী ২৫, ২০২৩

প্রিন্ট করুন

মিরসরাই, চট্টগ্রাম: বাংলাদেশী কোম্পানি ভাইয়া অ্যাপারেলস লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৬.০৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ভাইয়া অ্যাপারেলসের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ চুক্তি করা হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ভাইয়া অ্যাপারেলসের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন মামুন চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

ভাইয়া অ্যাপারেলস বছরে ছয় মিলিয়ন পিস বিভিন্ন ধরনের জ্যাকেট, ভেস্ট, কাভারঅল, প্যান্ট, শার্ট, সুইমিং ট্রাংক, টি-শার্ট, ট্যাংক টপ প্রভৃতি উৎপাদন করবে। কারখানাটিতে দুই হাজার ২০৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেপজার সর্ববৃহৎ প্রকল্প বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হচ্ছে। এক সময়ের জোয়ারের পানিতে তলিয়ে থাকা অনাবাদী এ এলাকা একটি প্রাণচঞ্চল শিল্প এলাকায় পরিণত হতে চলেছে। বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে ভাইয়া অ্যাপারেলসসহ ১৬টি প্রতিষ্ঠানকে অনুমতি দিল বেপজা। প্রতিষ্ঠানগুলোর মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার।