বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

মেহেরপুরের গড়পুকুরে নির্মিত হচ্ছে বিনোদন কেন্দ্র

শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

প্রিন্ট করুন

মেহেরপুর: ডাকাতদের অত্যাচার থেকে বাঁচতে রাজা গোয়ালা চৌধুরী পুরো বাড়ির চারপাশে পরীখা খনন করেছিলেন। যার ধ্বংসাবশেষ মেহেরপুর গড়পুকুর। এ গড়পুকুর কালেরসাক্ষী হয়ে এখনো টিকে আছে। ঐতিহ্যবাহী গড়পুকুরকে আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নির্মাণ কাজ শুরু হয়েছে মেহেরপুর পৌরসভায়।

মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ১১ বিঘার গড়পুকুরকে বিনোদন কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। ইতিমধ্যে কাজ অনেকটা দৃশ্যমান। নির্মাণ কাজ শেষ হলে ঐতিহাসিক গড় পুকুর হবে জেলার অন্যতম বিনোদন কেন্দ্র।

২০০৮ সালে সাবেক পৌর মেয়রের সময় কোটি টাকা ব্যয়ে গড়পুকুরে ক্যাবলকারসহ নাগরদোলা দিয়ে বিনোদন কেন্দ্র গড়ে তুলেছিলেন। ক্যাবলকার পুকুরের মাঝখানে বন্ধ হয়ে শিশুরা আটকে যাওয়ায় ও নাগরদোলা মানসম্মত না হওয়ায় মানুষ বিমুখ হয়ে পড়েন। এটি বন্ধ হয়ে যায়। সে সময় গড়পুকুর পাড়ে মাছ ব্যবসায়ীরা মাছের বাজার তৈরি করেন। তাতে গড়পাড়ের পরিবেশ দুষিত হয়ে পড়াও বিনোদন কেন্দ্র বন্ধ হবার আরো একটি কারণ বলে মনে করেন অনেক পৌরবাসী।

বর্তমান মেয়র রিটন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, গড়পুকুরকে ঘিরে পৌরবাসীর জন্য বিনোদন কেন্দ্র গড়ে তুলবেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে। প্রাক্কলিত মূল্য ১৩ কোটি ২৫ লাখ টাকা ধরা হলেও ঠিকেদারি প্রতিষ্ঠান বগুড়ার মেসার্স মাসুমা বেগম এন্টারপ্রাইজ চুক্তিবদ্ধ হয়েছেন ১১ কোটি ৫৬ লাখ টাকায়। কাজ দৃশ্যমান হয়েছে। জুনের মধ্যে শেষ হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মো. মিলন আশা প্রকাশ করছেন।

মেয়র রিটন জানান, বিভিন্ন কারনে গড়পুকুরকে ঘিরে বিনোদন কেন্দ্র নির্মাণ এত দিন আটকে ছিল। বিভিন্ন দেশের পুকুর ও নদীভিত্তিক বিনোদন কেন্দ্র দেখে নকশা করা হয়েছে। এটি নির্মাণ হলে খুলনা বিভাগের মধ্যে এটি হবে এক ব্যতিক্রম বিনোদন কেন্দ্র। বিনোদন কেন্দ্র শিশুদের সামাজিকীকরণে বড়ই প্রভাব ফেলে। আমাদের শিশুদের ভাবনার সীমাবদ্ধতাকে দূর করতেই গড়পুকুরকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্র গড়ার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তিনি আরা জানান, গড়পুকুরের সৌন্দর্যবর্ধনে ঢাল সুরক্ষা বেস্টনি, থাকবে গণমানুষের জন্য দুইটি পাবলিক টয়লেট, নিরাপত্তা রক্ষীর কামরা, শিশুদের বিনোদনের ব্যবস্থা, পুরো গড় এলাকা হবে সবুজ বেস্টনি, পুকুরের চতুর্দিকে ওয়াকওয়ে, পুকুরের দক্ষিণ দিকে থাকবে নাট্যমঞ্চ, থাকবে চারদিক জুড়ে কংক্রিট বেঞ্চ, দুইটি ফুড কর্নার, নারী-পুরুষের জন্য আলাদা চেঞ্জিং রুম, দুইটি কফি হাউজ, গড়ের মাঝখানে ওভারব্রিজ, পুরো পুকুর জুড়ে থাকবে সাতটি সিঁড়ি, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, শিশুদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরণের রাইড, টিকিট কাউন্টার ইত্যাদি।

মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক মন্টু জানান, এ বিনোদন কেন্দ্র নির্মিত হলে গড়পুকুর, মুজিবনগর স্মৃতি প্রকল্প, আমঝুপি কুঠিবাড়ি, নিগমানন্দ আশ্রম ও ভাটপাড়া কুঠিবাড়ি নিয়ে আন্তঃজেলা পর্যটন জোন গড়ে তুলতে হবে।

জেলা শহরের আরেক সাংস্কৃতিকজন শামীম জাহাঙ্গীর সেন্টু জানান, বিনোদন আমাদের জীবনের জন্য অত্যাবশ্যকীয়। জেলা শহরে নেই কোন শিশুপার্ক। এ বিনোদন কেন্দ্র নির্মিত হলে আমাদের শিশুরা পাবে প্রশান্তির ছায়া।

মেহেরপুরের ইতিহাস লেখক তোজাম্মেল আযম ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘এক সময় অবিভক্ত নদীয়ার অন্তর্গত ছিল মেহেরপুরের জনপদ। নদীয়ার বিখ্যাত শাসক রাজা কৃষ্ণচন্দ্রও বেশ কিছু দিন মেহেরপুর শাসন করেছেন। রাজা গোয়ালা চৌধুরী পলাশীর যুদ্ধের আগে কৃষ্ণনগর থেকে মেহেরপুর পর্যন্ত একটি সড়ক নির্মাণ করেছিলেন। ওই সড়ক ধরেই বর্গী দস্যুরা মেহেরপুরে এসে ধন-সম্পদ লুট করে নিয়ে যেত। বর্গীদের অত্যাচার থেকে বাঁচতে রাজা গোয়ালা চৌধুরী পুরো বাড়ির চারপাশে পরীখা খনন করে রাখতেন। যার ধ্বংসাবশেষ মেহেরপুর গড়পুকুর।’