বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রফেসর আরিফ ইলাহীর মত প্রশাসক দরকার

শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাংলাদেশ সরকারী কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) চট্টগ্রাম বিভাগের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহীর বিদায় সংবর্ধনা শুক্রবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম মহিলা কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাসকশিপের সভাপতি মোজাহেরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

তিনি সংবর্ধিত আরিফ ইলাহীর সততার প্রশংসা করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এ রকম শিক্ষকের পদাংক অনুসরণের জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান সুজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন রুবা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রদীপ কুমার দাশ।

বর্তমানে পিআরএলে থাকা আরিফ ইলাহীর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন ডাক্তার ফজলুল হাজেরা ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক মনোজ কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ তহুরীন সবুর, উপাধ্যক্ষ ইলোরা ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যাপক রাজীব ঘোষ, অধ্যাপক মীর হোসাইন, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, অধ্যাপক নুরুল মোমেন, অধ্যাপক এরশাদ উল্লাহ।

সম্মননাপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস ও অধ্যাপক সুকুমার চৌধুরী আয়োজক বাকসশিপ চট্টগ্রাম বিভাগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাসকশিপ চট্টগ্রাম বিভাগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ডলি। সুরপঞ্চম সংগীত নিকেতনের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী অধ্যাপক পিন্টু ঘোষ, শীলা চৌধুরী, হৈমন্তী দে, দীপা মজুমদার, অর্পিতা ধর।