নিউইয়র্ক: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দিওয়ালীর দিনে স্কুল ছুটি ঘোষণা করতে নিউইয়র্ক রাজ্য সংসদে বিল উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে সংসদে স্পিকারের কাছে এ-৬২৮ বিলটি উপস্থাপন করেন নিউইয়র্ক রাজ্য পরিষদের সদস্য জেনিফার রাজকুমার। হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশা- বিলটি অচিরেই পাস হবে ও দিওয়ালী পাবলিক স্কুল হলি ডে হিসাবে গণ্য হবে।
বিলটি উপস্থাপন করার সময় নিউইয়র্কের হিন্দুদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় সবাই করতালী ও দিওয়ালী ছুটির দিন স্লোগানে স্লোগানে সংসদ মুখর করে তুলেন। পরে সংসদের স্পিকার হিন্দুদের আলবানীতে আসার জন্য ধন্যবাদ জানান।
জেনিফার রাজকুমার বিলটি সম্পর্কে বলেন, ‘আমি বিশ্বাস করি, বিলটি শিগগিরই পাস হবে ও পরবর্তী স্কুল ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত হবে।’
সিনেটর লেরয় কমরি (জ্যামাইকা) বলেন, ‘এটা স্বীকার করতেই হবে যে, হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায় আমাদের রাজ্যে অনেক অবদান রাখে। এ বিল পাস হলে দিওয়ালিকে সম্পূর্ণরূপে নিউইয়র্ক রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করবে।’
নিউ আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশনের (নাভা) সভাপতি দিলীপ নাথ বলেন, ‘এটা স্মরণাতীত যে, নিউইয়র্ক শহরের স্কুলগুলোতে দীপাবলি দাপ্তরিক ছুটি হিসেবে স্বীকৃতি পাচ্ছে। নিউইয়র্কের ৩০ লাখ বাসিন্দা তাদের সন্তানদের বাধ্যতামূলকভাবে স্কুলে পাঠানোর পরিবর্তে পরিবারের সাথে এটি উদযাপন করতে পারবে।’
অ্যাসেম্বলি সদস্য ডেভিড আই ওয়েপ্রিন (হলিস) বলেন, ‘দীপাবলিকে পাবলিক স্কুল ছুটি হিসেবে স্বীকৃতি দিতে আনা- এ বিলের সহ-প্রধান পৃষ্ঠপোষক হতে পেরে আমি আনন্দিত।’
এ সময় উপস্থিত ছিলেন স্টেট সিনেটর লেরয় কমরি, সিনেটর জন লিউ, অ্যাসেম্বলি মেম্বার ডেভিড ওয়েপ্রিন, জেনিফার রাজকুমার, ক্যাটেলিনা ক্রুজ, এড ব্রাউনস্টেইন, খলিল অ্যান্ডারসন, স্টিভেন রাগা, নীতা জৈন, শেট্টল দেশাই, রোমিও হিটলাল প্রমুখ।
বলে রাখা ভাল, এ বিলটিকে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম এবং নিউইয়র্ক ইয়র্ক সিটি পাবলিক স্কুলের চ্যাঞ্চেলর বিশেষভাবে সমর্থন দিয়েছেন।
সিএন/এমটি/এমএ