বেইজিং, চীন: বেলুনটি ভূপাতিত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। তারা জানিয়েছে, এর ফল ভাল হবে না। এ ঘটনায় ক্ষুব্ধ বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। খবর এনডিটিভির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘আমরা বার বার যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলাম, এটি একটি বেসামরিক বেলুন। পথ ভুল করে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। এটা নিছকই একটি দুর্ঘটনা।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘আমাদের বেসামরিক চালকবিহীন একটি বিমানকে ইচ্ছাকৃতভাবে ফাইটার জেটের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ঘটনাটি নিন্দনীয়। পেন্টাগন অহেতুক এ বিষয়ে জল ঘোলা করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোন ইচ্ছা চীনের নেই।’
এ দিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব সেনা ঘাঁটিতে নজরদারি করতেই এ বৃহদাকার বেলুন পাঠিয়েছে চীন।
তাইওয়ান ইস্যুতে বেইজিং-ওয়াশিংটনের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘ দিনের। চীনের আগ্রাসন রুখতে তাইওয়ান সরকারের পাশে থাকার বার্তাও দিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যে চীনা গুপ্তচর বেলুনের উপস্থিতি ঘিরে চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নতুন আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের।