রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি সফল করতে চট্টগ্রাম দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না উল্লেখ করে বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘বর্তমান সরকারের অধীনে যে কখনোই কোন নির্বাচন হতে পারে না, তা সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচনে প্রমাণ হয়ে গেছে। বগুড়ায় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিরো আলমে কাছেও তারা অসহায় ছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার সাথে জিততে হয়েছে। আবদুস সাত্তার (উকিল) পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনে গেছেন। তাকে জয়ী করতে তাদের গুম করতে হয় তার প্রতিপক্ষকে। এরা কথার জোরে, শুধু চাপার জোরে আজকে ক্ষমতায় টিকে আছে। বার বার মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সিটির দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধারে দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি সফল করার আহবান জানান রহমান শামীম।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘সরকার সাধারণ মানুষের দিকে তাকায় না। সাধারণ মানুষকে যে দুঃস্থ ভাতা দিত, সেই টাকা তারা লুট করেছে। তারা দিনে দিনে ফুলেফেঁপে উঠছে। তাই, এবার কর্মসূচি হবে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে। ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রা শুরু করব। এরপর ধীরে ধীরে উপজেলা, জেলা, মহানগর। এরপর সরকারের ক্ষমতার মসনদ জনগণ দখল করে নেবে।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, ‘পাকিস্তান আমলে এ আওয়ামী লীগ ২২ পরিবারের বিরুদ্ধে স্লোগান দিত। সেই আওয়ামী লীগ ২২ হাজার পরিবার তৈরি করেছে। সেই পরিবার বাংলাদেশের সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে ও লুটের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই তারা লুট করেছে, সন্ত্রাস করেছে। মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। ১৯৭৫ সালে একদলীয় বাকশাল করেছিল, একই কায়দায় এখনো বিরোধী দলকে দমন করছে।

সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, মন্জুর উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, আবদুল গাফফার চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কাশেম চৌধুরী, খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, নুরুল কবির, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বিএনপি নেতা মো. উছমান, নুরুল আবসার, হাসান চেয়ারম্যান, ইফতেখার হোসেন, আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, ওলামা দলের মাওলানা ফোরকান, মাওলানা জাবের।