শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নতুন জীবন সাথী খুঁজে পেয়েছেন বিল গেটস

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৩

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস নতুন জীবন সাথী খুঁজে পেয়েছেন। পলা হার্ড নামে নারীর সাথে এক বছরেরও বেশি সময় ধরে দেখা-সাক্ষাৎ করছেন তিনি। ভ্যালেন্টাইন ডের আগে আগে এমনটাই জানা যাচ্ছে।

২০২১ সালে মেলিন্ডা গেটসের সাথে ৩০ বছরের সম্পর্কের ইতি টানেন বিল গেটস। ওই বছরের মে মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হলেও তারা ঘোষণা করেন, একসাথে গড়ে তোলা দাতব্য প্রতিষ্ঠান বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন একসাথে চালিয়ে যাবেন তারা। এরপর বহু দিন একাই ছিলেন বিল গেটস। এরপর সম্প্রতি নতুন সাথী খুঁজে পান ৬৭ বছর বয়সী এ বিলিয়নিয়ার। ৬০ বছর বয়সী পলা হার্ড প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ওরাকলের সাবেক প্রধান নির্বাহী সিইও মার্ক হার্ডের স্ত্রী। ২০১৯ সালে মারা যান মার্ক হার্ড। তারপর থেকে একাই ছিলেন পলা।

গত এক বছর ধরেই তিনি বিল গেটসের সাথী। তারা একসাথে অস্ট্রেলিয়ান ওপেন দেখতে গিয়েছিলেন। তবে এখনো গেটস তার সন্তানদের কাছে নিয়ে যাননি পলাকে।

ডেইলি মেইলের খবর, এক বছরেরও বেশি সময় ধরে বিল গেটসের সাথী পলা। বিল গেটসের ঘনিষ্টরাও তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন।

পলা হার্ডের স্বামী মার্ক হার্ড দীর্ঘ দিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২০১৯ সালে ৬২ বছর বয়সে তিনি মারা যান। পলা ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ের সাথে যুক্ত। এ ছাড়াও, একাধিক জনহিতৈষী কাজের তাকে প্রথম সারিতে দেখা যায়।

বিল গেটসের মতই টেনিস খেলা পছন্দ করেন পলা। আর টেনিসই মার্ক হার্ডের মৃত্যুর আগেই তাদের দুইজনকে কাছাকাছি নিয়ে এসেছিল। পলা হার্ড ও মার্ক হাডের দুই মেয়ে রয়েছে। ক্যাথরিন আর কেলি। তবে তারা মায়ের নতুন সম্পর্কের কথা জানেন কিনা তা নিয়ে কেউই মুখ খোলেননি।