বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

চবির ওশানোগ্রাফি বিভাগের সাথে সমঝোতা চুক্তি বিওআরআইয়ের

শনিবার, ফেব্রুয়ারী ১১, ২০২৩

প্রিন্ট করুন

কক্সবাজার: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ওশানোগ্রাফি বিভাগের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ চুক্তিহ সই হয়।

এ চুক্তির ফলে এখন থেকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা সমুদ্র বিজ্ঞানের বিভিন্ন শাখায় যৌথভাবে গবেষণা করতে পারবে। একইসাথে সুনীল অর্থনীতির দ্বার উন্মোচনের লক্ষ্যে গবেষণা ও জ্ঞান চর্চার বিভিন্ন ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা করবে। যৌথ-গবেষণালব্ধ ফলাফল উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রকাশ করবে এবং যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন করবে।

চুক্তি সইয়ের অনুষ্ঠানে প্রধান অথিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন চবির উপাচার্য প্রফেসর শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সভাপতিত্ব করেন বিওআরআইয়ের মহা পরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার। স্বাগত দেন চবির ওশানোগ্রাফি বিভাগের সভাপতি মোহাম্মদ মোসলেম উদ্দিন।

বিওআরআইয়ের বিজ্ঞানী ও গবেষকরা এতে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে শিরীণ আখতার ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার সই করেন।