রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি সংঘাতের উসকানি

শনিবার, ফেব্রুয়ারী ১১, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বিএনপির প্রত্যেকটি কর্মসূচিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে উল্লেখ করে দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘আমাদের ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতেও তারা পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। এতে করে আওয়ামী লীগের যে মূল চরিত্র, সেটা উন্মোচিত হচ্ছে। তারা ইউনিয়নে আমাদের কর্মসূচিকেও নস্যাৎ করার জন্য এ ধরনের পাল্টা কর্মসূচি দিচ্ছে। ইচ্ছাকৃত ও একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তারা প্রথম থেকেই চেষ্টা করছে উসকানি দিয়ে, হুমকি দিয়ে বিভিন্নভাবে আমাদের শান্তিপূর্ণ কমসূচিকে সংঘাতের দিকে ঠেলে দেয়ার জন্য। আওয়ামী লীগের এ পাল্টা কর্মসূচি সংঘাতের উসকানি।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে কর্ণফুলী থানার জুলধায় বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গ্যাস-বিদ্যুৎ চাল ও ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কর্ণফুলী থানার জুলধা ইউনিয়ন বিএনপি এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি প্রত্যাহার করতে আওয়ামী লীগের প্রতি আহবান জানান মাহবুবের রহমান শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘এ পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তারা বাংলাদেশের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। তারা এখন নিজেদের রক্ষা করার জন্য এ কাজটি করছে। কিন্তু এসব করেও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। আন্দোলনের যাত্রাই বলে দেবে, তা কোন পথে যাবে, কীভাবে যাবে। দেশের পুরো জনগণকে সম্পৃক্ত করে এ আন্দোলনটাকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করব।’

জুলধা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মঈনুদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এসএম মামুন মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট এসএম ফোরকান, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী ওসমান।

বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কাদের সুজন, থানা বিএনপি নেতা আলী আব্বাস, মো. সেলিম, আব্দুল কাদের, আব্দুর রহমান, মো. অলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল নুর মেম্বার, মো. ওয়াসিম, মো. সোলেমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।