বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

পণ্য পরিবহনের উপর চালানো হচ্ছে পুলিশি হয়রানি

শনিবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ট্রাক ও মিনিট্রাক মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিটির বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন ‘তৃশা কমিউনিটি সেন্টার’এ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বিভাগীয় পণ্য পরিবহণ মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মো. এমদাদুল হকের সঞ্চালনায় সভার দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

সভার প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ট্রাক ও মিনিট্রাক মালিক ও শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন চসিকের জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল নবী লেদু, বাংলাদেশ লেবার ফেডারেশনের (বিএলএফ) যুগ্ম সম্পাদক জাকির হোসেন লিটু, বিভাগীয় পণ্য পরিবহণ মালিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক, মহাসচিব মো. নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাহী সদস্য এস্তফিজুর রহমান, নির্বাহী সদস্য সেকান্দর হোসেন চৌধুরী, খাগড়াছড়ি জেলা চালক সমিতির সভাপতি মনতোষ ধর, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান অ্যান্ড মিনিট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কেএম মহিউদ্দিন, হালকা মটরযান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উখিয়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, রাঙ্গুনিয়া ট্রাক মালিক সমিতির সভাপতি মো. হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক হাছান তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপের উপদেষ্টা এসএম ফজলুল করিম ও চট্টগ্রাম আন্তঃজেলা (রা খা রা) ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর।

বক্তব্য দেন পণ্য পরিবহন নেতা আবদুল ছালাম, মো. আবু তাহের, নজরুল ইসলাম দুলাল, মো. ইউনুছ মিয়া, গিয়াস উদ্দিন তুহিন, মো. ইউসুফ মিয়া, আবু তাহের বাছেক, মো. সাইদুল ইসলাম চৌধুরী, মো. শাহজাহান, আবুল কালাম, মো. মনছুর, মো. শাহজাহান, আওরঙ্গজেব খান সম্ট্রাট, মো. হানিফ।

সভায় বক্তারা বলেন, ‘পণ্য পরিবহন দেশের অর্থনীতির প্রাণ। পণ্য পরিবহন বন্ধ থাকলে দেশের উন্নয়ন থেমে যেতে পারে। করোনাকালীন থেকে এ পর্যন্ত পণ্য পরিবহন মালিক-শ্রমিকেরা খুবই ক্রান্তিকাল পার করছে। তারা জীবনবাজী রেখে জরুরি পণ্য সামগ্রী নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুঁটে বেড়ায়। কোন অদৃশ্য ষড়যন্ত্রের কারণে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাঁধাগ্রস্থ করতে পণ্য পরিবহনের উপর চাপিয়ে দেয়া হয়েছে দ্বিগুণ করের বোঝা। চালানো হচ্ছে পুলিশি হয়রানিসহ বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতন। পণ্য পরিবহন সেক্টরের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি দেশের পণ্য পরিবহন ব্যবস্থা পরিপূর্ণভাবে সুসংহত করতে মালিক-শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে সরকারের সুদৃষ্টি প্রয়োজন।’

বক্তারা আরো বলেন, ‘অদক্ষ চালক, ফিটনেসবিহিন গাড়ি ও চোখে ঘুম নিয়ে গাড়ী চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দূঘটনা ঘটছে। পরিবহন মালিকেরা আরো আন্তরিক হয়ে দক্ষ চালক নিয়োগ দিলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।’