রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে সাংসদ গোলাপের নয় বাড়ি: অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সাংসদ আবদুস সোবহান গোলাপের ৪০ লাখ ডলার ব্যয়ে নয়টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সায়েদুল হক সুমন এ রিটটি দায়ের করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি চলতি সপ্তাহে শুনানি হতে পারে বলেও জানান সায়েদুল হক সুমন।

প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান ও স্বরাষ্ট্র সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটে আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে বাড়ি কেনার বিষয়ে প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ওসিসিআরপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘আবদুস সোবহান মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন, যা নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি।’