বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় মুক্ত মঞ্চ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বুধবার, মার্চ ১, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সিটির অক্সিজেন মোড়ে বঙ্গবন্ধু এভিন্যুউ চত্বরে মুক্তমঞ্চ স্থাপনের দাবিতে বুধবার (১ মার্চ) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অক্সিজেন এলাকার সচেতন ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন পরিচালনা করেন নাট্যকর্মী জানে আলম টিটু।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন নাট্যজন ও মোস্তফা কামাল যাত্রা, মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন, ব্যবসায়ী এনামুল হক, সমাজসেবক জাহাঙ্গীর আলম খান, শিক্ষানুরাগী ওয়াদুদ মামুন, সমাজকর্মী শাহাদাত হোসেন বাবলু।

বক্তারা মুক্ত মঞ্চটি সদ্য প্রয়াত নাট্যজন শাহিনুর সরোয়ারের নামে করার প্রস্তাব করেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত জালালাবাদ পাহাড় স্মরণে মুক্ত মঞ্চটিকে ঘিরে জালালাবাদ পার্ক করারও প্রস্তাব করেন।

সংস্কৃতি কর্মী ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহসভাপতি সোলেমান মেহেদীর সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ করা হয়।