রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলালিংক ও হায়ার এর মধ্যে চুক্তি সই

বুধবার, মার্চ ১, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক হায়ার এর সাথে একটি চুক্তি সই করেছে। এর মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যরা হায়ার এর বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের উপর মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ এবং হায়ার এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং জিয়াংজিং চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকে লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জেইন জামান, হায়ার এর হেড অফ কর্পোরেট সেলস শাকির মো. বায়েজিদ, বাংলালিংকের লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা ও হায়ার এর কর্পোরেট সেলস ম্যানেজার রাজু আহমেদ।

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা পাঁচ শতাংশ ছাড়ে আট হাজার টাকা পর্যন্ত হেয়ার এর টিভি, এয়ার-কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন কিনতে পারবেন। এ অফারটি সর্বনিম্ন ১৫ হাজার টাকার পণ্য কেনার জন্য প্রযোজ্য। অফারটি পেতে হলে গ্রাহকদের “BLHAIER” টাইপ করে ২০১২- এ এসএমএস পাঠাতে হবে। অফারটি ২০২৫ সালের ৩১ জানুয়ারি সাল পর্যন্ত প্রযোজ্য।

রফিক আহমেদ বলেন, ‘আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদেরকে দ্রুততম ফোরজি নেটওয়ার্ক দেয়ার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিভিন্ন সুবিধা দেয়া। আমরা গ্রাহকদের আস্থা ও সমর্থনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি, যা আমাদের আরো ভাল অফার দিতে অনুপ্রেরণা দেয়। হায়ার এর সাথে আমাদের এ চুক্তির ফলে অরেঞ্জ ক্লাবের সদস্যরা তাদের ইলেকট্রনিক পণ্য কেনার সময় আকর্ষণীয় ছাড় পাবেন।’

ওয়াং জিয়াংজিং বলেন, ‘বাংলালিংকের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে এ চুক্তি সই আমাদের জন্য আনন্দের একটি ব্যাপার। আশা করি, এ চুক্তি বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যদের উপকারে আসবে এবং আমাদের উন্নত মানের পণ্য তাদের জীবনযাত্রাকে আরো উন্নত করবে।’