শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র ইস্যুতে ল্যাভরভ-ব্লিঙ্কেন বৈঠক

শুক্রবার, মার্চ ৩, ২০২৩

প্রিন্ট করুন

নয়া দিল্লী, ভারত: ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতে ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর প্রথম বারের মত বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী বর্তমানে জি টুয়েন্টি শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রীদের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন তারা। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্লিঙ্কেনের সফরসাথীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘তারা প্রায় দশ মিনিট কথা বলেছেন। এ সময় রাশিয়াকে নিউ স্টার্ট চুক্তিতে ফিরে আসার আহবান জানিয়েছেন ব্লিঙ্কেন।’

একইসাথে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন চলমান থাকবে বলেও ল্যাভরভকে সাফ জানিয়ে দেন তিনি।

দুজনের বৈঠকটি ছিল অনির্ধারিত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীই ল্যাভরভের সাথে আলোচনায় এগিয়ে যান।

তবে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ‘ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ যোগাচ্ছে পশ্চিমারা।’