শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আসছে কিয়ানু রিভসের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘জন উইক: চ্যাপ্টার ৪’

বুধবার, মার্চ ১৫, ২০২৩

প্রিন্ট করুন
‘জন উইক: চ্যাপ্টার ৪’এর পোস্টার

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: পৃথিবীখ্যাত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘জন উইক’এর চতুর্থ চ্যাপ্টার নিয়ে ফিরছেন অ্যাকশন মার্শাল আর্ট হিরো কিয়ানু রিভস। চলচ্চিত্রটির ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে।

‘জন উইক’এর চতুর্থ চ্যাপ্টারের মাধ্যমে দীর্ঘ দিন পর প্যারিসে শুটিং করেছেন কিয়ানু। লম্বা সময় পর প্যারিসে শুটিং করা নিয়ে কিয়ানু ছিলেন উচ্ছ্বসিত। সম্প্রতি তারকা বলেন, ‘প্যারিসে অভিনয় করা আমার সব সময়ই স্বপ্ন ছিল এবং জন উইক নিয়ে ফিরে আসাটাও ছিল আশ্চর্যজনক কিছু।’

ফরাসি রাজধানীতে সাম্প্রতিক ভ্রমণে ৫৮ বছর বয়সী তারকা বলেন, ‘জন উইক: চ্যাপ্টার ৪ এর জন্য আমরা যে জায়গাগুলো কাজ করা সম্ভব, সেগুলো করেছি। এটি আনন্দদায়ক ছিল। যেমন স্যাক্র-কোয়েরের সামনে চিত্রগ্রহণ এবং মন্টমার্ত্রের শুটিং, শহরের নীচে খালের মাঝে থাকা, রাতে রাস্তায় শুটিং- এগুলো বিশেষ কাজ ছিল।’

শারীরিকভাবে শুটিং করতেও বেশি পছন্দ করেন অভিনেতা, জানালেন এমনটাই। তিনি বলেন, ‘আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি। কিন্তু, আমরা রক্তমাংসের শারীরিক উপস্থিতিতে শুটিংয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। জন উইকের বিশেষত্ব এটাই।’

এর আগে ৩৫ বছর আগে প্যারিসে সর্বশেষ কাজ করেছিলেন তারকা। তিনি বলেন, ‘শেষ বার যখন এখানে কাজ করেছিলাম ৩৫ বছরেরও বেশি আগে, সেটি খুব ভিন্ন প্রকল্প ছিল। পিরিয়ড ড্রামা ‘ডেঞ্চারাস লিয়াজনস’। সেই অভিজ্ঞতা ছিল চমৎকার।’

এ দিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জন উইক: চ্যাপ্টার ৪’ এর ট্রেলার ঝড় তুলেছে ভক্তদের মাঝে। অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির মধ্যে তুমুল জনপ্রিয় চলচ্চিত্রটি ঘিরে দীর্ঘ দিন ধরেই প্রত্যাশা ছিল ‘জন উইক’ ভক্তদের। চাদ টাহেলস্কির পরিচালনায় ‘জন উইক : চ্যাপ্টার ৪’ এ আরো অভিনয় করছেন ডনি ইয়েন, বিল স্কারসগাড, লরেন্স ফিসবার্নসহ প্রমুখ। এটির চিত্রনাট্য লিখেছেন শে হাটেন, মিচেল ফিঞ্চ ও ড্যারেক কোল্ডস্টেড। প্রযোজনায় রয়েছে লায়ন্সগেট ফিল্ম। চলচ্চিত্রটি আগামী ২৪ মার্চ মুক্তি পাবে।