চট্টগ্রাম: সংকীর্ণতার বৃত্ত ভেঙ্গে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সাংষ্কৃতিক চর্চাকে হাতিয়ার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু কিশোর নাট্য উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষ্যে দুই দিন ব্যাপী এ নাট্য উৎসবের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা মোহাম্মদ ইমরান, আনোয়ারুল ইসলাম বাপ্পি, আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর। শুভেচ্ছা বক্তব্য দেন যুবলীগের সাবেক সদস্য আরিফুর রহমান, সাবেক ছাত্রনেতা একরাম উল্লাহ রনি, জাওইদ চৌধুরী।
শেষ দিনে বাওয়া স্কুলের শিক্ষার্থীরা মমতাজ উদ্দিনের লেখা বকুলপুরের স্বাধীনতা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যরা প্রদীপ দেওয়ানজির রক্ত রাজা সবুজ পরী ও কিডস কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সৌরভ শাখাওয়াত রচিত কাকতাড়ুয়া নাটকটি মঞ্চায়ন করে।
মুক্ত মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠনের শিশু বিভাগের আবৃত্তি শিল্পীরা।