ডেস্ক রিপোর্ট: রমজান মাসে ভ্রমণের ব্যাপারটি অন্য সময় থেকে অনেকটাই ব্যতিক্রম। এ মাসে ভ্রমণের সময় বিশেষ কিছু ব্যাপারে জেনে রাখা জরুরি। ইফতারি ও সেহরির সময় মাথায় রেখেই ভ্রমণের সময় নির্ধারণ করতে হয়। বাস বা বিমান- যেটাই হোক ইফতারির আগে বা সেহরির আগে গন্তব্যে পৌঁছতে পারা যায়, সে চেষ্টা করা দরকার।
নামাজের সময়সূচি: নামাজের সময়সূচি মাথায় রাখতে হবে। দেশ থেকে আরেক দেশে ভ্রমণে যান, তাহলে সেই দেশের সময়ের হিসাব রাখতে হবে। ভ্রমণের মাঝেও নামাজের ওয়াক্ত পড়ে যেতে পারে। সে ক্ষেত্রে, সুযোগ করে নামাজ পড়ে নিতে হবে।
সতর্কতা: যানজটে পড়লে সমস্যা দেখা যেতে পারে। বৈরী আবহাওয়ার কারণেও ইফতারি বা সেহরির সময় দেরি হয়ে যেতে পারে। ভিন্ন দেশে ভ্রমণের কারণে হয়তো হালাল খাবারের সংকটে পড়ে গেলেন। ইফতারি বা সেহরির সময় হয়তো এমন কোন স্থানে আটকে গেলেন, যে কিছুই মিলছে না। এমন নানা ধরনের সমস্যা হতেই পারে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।
খাবার সঙ্গে রাখা: ভ্রমণের সময় ইফতার ও সেহরির সুবিধা না মিলতে পারে। এ ঝুঁকির কথা মাথায় রেখে বাড়তি খাবারের কিছু স্টক সাথেই রাখুন।