ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। এর ফলে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সিগনেচার ও প্ল্যাটিনাম সদস্যরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের উপর বিশেষ অফার পাবেন।
বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিসনের হেড অফ রিটেইল মো. শাফকাত হোসেন এ চুক্তিতে সেই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব কী সেগমেন্ট সাদ মো. ফয়জুল করিম, লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অব কার্ডস মো. আবু বকর সিদ্দিক, হোলসেল ব্যাংকিংয়ের ইউনিট হেড আশরাফ উর রহমান চৌধুরী ও হেড অফ রিটেইল আন্ডাররাইটিং দেওয়ান ইমতিয়াজ আহমেদ।
এ চুক্তির আওতায় বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সিগনেচার ও প্ল্যাটিনাম সদস্যরা এমটিবি ক্রেডিট কার্ডের প্রথম বছরের ফির উপর ছাড় পাবেন। এ কার্ডগুলিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জে অ্যাক্সেসসহ বিভিন্ন সুবিধা রয়েছে। অফারটি পেতে গ্রাহকদেরকে BLMTB টাইপ করে ২০১২- এ পাঠাতে হবে। অফারটি আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।
রফিক আহমেদ বলেন, ‘বাংলালিংক অরেঞ্জ ক্লাব প্রোগ্রামটি এনেছে; যাতে আমারা গ্রাহকদেরকে দ্রুততম ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি সেরা সুবিধাগুলি দিতে পারি। আমরা বিশ্বাস করি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে আমাদের এ অংশীদারিত্ব অরেঞ্জ ক্লাব সদস্যদেরকে বিশেষ সুবিধা দিয়ে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে।’
মো. শাফকাত হোসেন বলেন, ‘বাংলালিংকের সাথে এ চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি যে, এ অংশীদারিত্ব বাংলালিংক গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা আনবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাদের এ সুযোগ দিতে পেরে উচ্ছ্বসিত।