মিরসরাই, চট্টগ্রাম: আজকাল গ্রাম বাংলায় দেখা যায় না অগণতি তাল গাছের সারি। দেখা যায় না তালগাছে শত শত বাবুই পাখির বাসা। অস্বাভাবিক হারে তালগাছ কমে যাওয়ায় এমন দৃশ্য এখন চোখে পড়ে না বললেই চলে।
সময়ের পরিক্রমায় বাংলার ঐতিহ্যের অংশ তাল গাছের অস্তিত্ব আজ সংকটাপূর্ণ ও সংখ্যাও কমে গিয়ে আজ অনেকটাই বিলুপ্তির পথে।
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বিলুপ্তির পথ থেকে বাঁচিয়ে রাখতে পূর্বের বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও দুর্বার প্রগতি সংগঠন মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের মিরসরাই গোভনীয়া সড়ক, বিশুমিয়া সড়ক, তাকিয়া সড়ক ও পূর্ব মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এক হাজারের অধিক তালের আঁটি রোপণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, আজীবন সদস্য হারেছ আহমদ নাজিম (ইউপির সদস্য) ও রফিকুল ইসলাম ভুঁইয়া, প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সভাপতি রিপন কুমার দাশ, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ উল্ল্যাহ, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, সহ অর্থ সম্পাদক আলাউদ্দিন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ইমরুল হাসান পলিন, সাবেক পাঠাগার সম্পাদক মেজবাহ উদ্দিন, দপ্তর পরিষদের আহবায়ক জহির উদ্দিন, স্বাস্থ্য পরিষদের আহবায়ক আল আমীন, ক্রীড়া পরিষদের যুগ্ন সচিব সজীব হোসেন।
প্রেস বার্তা