বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

প্রতিবন্ধী শিশুদের ঈদ উপহার দিল সিএমপি ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম নগর

শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে রমজান উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের আওতাধীন মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার (বালিকা) ও ছোট মনি নিবাসের শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নুতন জামা কাপড় ও প্রশিক্ষণের জন্য দুইটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই সব শিশুদের সাথে ইফতার করেন সিএমপির কমিশনার কৃষ্ণপদ রায়।

কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের পরিচালনায় এতে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার সদর মোহাম্মদ আব্দুল ওয়ারিশ, উপ-পুলিশ কমিশনার উত্তর মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জয়নাল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হুমায়ুন রশিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রমাণিক, সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, বায়েজীদ থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস জাহান, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, মোহাম্মাদ ইমরান, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য জাফর ইকবাল, আবছার উদ্দিন অলি, আসিবুর রহমান।