শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে উদ্বোধন হল মনি এডাল্ট ডে কেয়ারের কার্যালয়

বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মনি এডাল্ট ডে কেয়ার এলএলসির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) বিকালে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠানের আযোজন করা হয়। কমিউনিটির নেতাদেরকে সাথে নিয়ে কার্যালয় উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর আলম জয়, মনি আহমেদ ও রেজা রশিদ মনি।

জাহাঙ্গীর আলম জয়ের সঞ্চালনায় ও মনি আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সারা হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাজাদী পারভীন, মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসির পরিচালক রেজা রশিদ, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলাইমান, টাইম টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের, ব্যবসায়ী আবু পাশা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সংগঠক মিনা ইসলাম, নুরুন নাহারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসির পরিচালকরা বলেন, ‘কমিউনিটির সেবার ব্রত নিয়ে মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসির যাত্রা শুরু। কমিউনিটির সিনিয়রদের সেবায় কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।’