চট্টগ্রাম: আত্নরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষণ না নিলে সড়কে লাশের মিছিল থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
রোববার (৯ এপ্রিল) বিকালে শাহ্ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী সনদ বিতরণ ও সড়কে লাশের মিছিল থামাতে প্রশিক্ষিত চালকের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বেলাল হোসেন আরো বলেন, ‘গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী বর্তমানে দক্ষ চালক তৈরি করার জন্য মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর তৈরি ও ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করার জন্য জোর তাগিদ দিয়েছেন। বিআরটিএ এখন চালকদের প্রশিক্ষণ প্রদানের জন্য ড্রাইভিং স্কুলগুলোকে নিবন্ধন দিচ্ছে। চালকরা প্রশিক্ষিত হলে সড়কে লাশের মিছিল এড়ানো সম্ভব।’
শাহ্ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের চেয়ারম্যান আবুল মুনসুর চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, স্কুলের পরিচালক ও যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, প্রশিক্ষক জারশেদ খান, আক্তার হোসাইন, আব্দুল হাদি দুলাল, নুর উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে স্কুলের প্রথম ব্যাচের ড্রাইভিং প্রশিক্ষণ নেয়া ৪৬ প্রশিক্ষণার্থীকে কোর্স সমাপনী সনদ বিতরণ করা হয়।