আলাবামা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই কিশোর। শনিবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা বলেছেন, ‘এটি আমেরিকায় বন্দুকের গুলিতে সর্বশেষ সহিংস ঘটনা।’ খবর এএফপির।
রাজ্যের রাজধানী মন্টগোমারির উত্তর-পূর্বে ছোট শহর ডেডেভিলে একটি ডান্স স্টুডিওতে এক সুইট সিক্সটিন পার্টিতে গুলি চালানো হয়।
আলাবামার আইন প্রয়োগকারী এজেন্সির (এএলইএ) মুখপাত্র সার্জেন্ট জেরেমি বারকেট রোববার (১৭ এপ্রিল) সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় দুঃখজনকভাবে চারজন প্রাণ হারিয়েছে ও বিপূল সংখ্যক আহত হয়েছে।’
তিনি পরে উল্লেখ করেছেন যে, ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কিন্তু, কীভাবে গুলি হামলাটি চালানো হয়েছিল বা কেন সে সম্পর্কে বার্কেট আর কোন বিশদ বিবরণ দেয়নি।
প্রায় তিন হাজার বাসিন্দার ছোট সম্প্রদায় সম্পর্কে অ্যালেন বলেন, ‘সবাই শোকাহত।’
প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলা সম্পর্কে জানানো হলে, তিনি বলেন, বন্দুক সহিংসতায় নিহত তরুণ আমেরিকানদের জন্য জাতি আবার শোকাহত।