ভিড়ে, ঘোর হট্টগোলে, মিছিলে অথবা রেস্তোরাঁয়
যারা একা একা থাকে, একা একা কথা বলে যারা
তাদের পিছনে কবি ছদ্মবেশে ফলো করে রোজ
দিনান্তের একাকিত্বে ওম পায় পানের বরজ
গ্রাম ও কৃষ্টির বীজ ঠোঁটে নিয়ে উড়ে যায় পাখি
ডানার পালক তার অর্ধসিক্ত কপোতাক্ষ জলে…
পাখি বা নদীর জন্য কাঁটাতার নেহাৎই তামাশা
আত্রায়ী নদীর পাড়ে রাত জাগে বনলতা ভাষা
ব্যাধের নিশানা বেধে শুকসারি, নদীও বেঁধেছে
দেশের আদিম জাতি ক্রমে উপজাতি হয়ে যায়
জমিতে সিমেন্ট বালি, পরিবার নিয়ে একা একা
কৃষক চলেছে দূরে মুনিষ খাটাবে আড়কাঠি
ঝাড়খণ্ড থেকে সেই কেরালায় জীবিকার টানে
মিছিলেও পা মেলায় একা একা সর্বহারা সাথী।
কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম