শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

শুক্রবার দেখা যেতে পারে ঈদের চাঁদ

বুধবার, এপ্রিল ১৯, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ঈদের ছুটি আরম্ভ হয়েছে। অনেকে পরিবারের কাছে পৌঁছে গেছেন স্বজনদের সাথে ঈদ করতে। আবার অনেকে পথে। এবার অপেক্ষায়, শাওয়াল মাসের চাঁদের। এবার কবে চাঁদ দেখা যাবে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

রমজান মাস ২৯ দিনে শেষ হওয়া ও শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই হিসাবে আগামী ২২ এপ্রিল (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংকসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা ওই প্রতিবেদনটিতে বলা হয়, ‘আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ছয়টা ২৫ থেকে সাতটা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ ছাড়া, পর দিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। সে দিন বাংলাদেশের সব স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।’