আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়।
শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়।
প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব।
দয়ালু, মহানুভব; যিনি বিচার দিনের সব।
ইহা সেই মহাগ্রন্থ,
যাহাতে কোন সন্দেহ নাই;
খোদাভীরুদের সরল-সঠিক
পথের দিশারী তা-ই।
রমজান মাস, ইহাতে নাজিল হইয়াছে কুরআন,
যাহা মানুষের পথের দিশারী,
হিদায়াতের প্রমাণ,
সত্য মিথ্যা নির্ণয়কারী
দ্বন্দ্বের সমাধান।
তোমার দয়া অফুরান।
তুমিই এ কিতাব নাজিল করেছ
বরকতময় রাতে,
নিশ্চয়ই তুমি সতর্ককারী
সতর্ক হই যাতে।
শান্তির পৃথিবী গড়তে দিলে এ কুরআন
তোমার দয়া অফুরান।
এ রাতেই সব প্রজ্ঞাপূর্ণ বিষয় ধার্য্য হয়।
তোমারই আদেশে এবং তুমিই প্রেরক সুনিশ্চয়।
শান্তিই শুধু শান্তি,
সে রাত ফুরায় ফজর-প্রাতে।
তাহারাই আছে সরল-সঠিক পথে
তাদের প্রভুর তরফ হতে
আর তাহারাই হবে কামিয়াব
অদূর ভবিষ্যতে।।
কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম