চট্টগ্রাম: এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশ এ পাশ করা শিক্ষার্থীদের আঞ্চলিক চট্টগ্রাম – ০৭০৯ গ্রুপের সদস্যরা চট্টগ্রামের একটি এতিমখানায় শিশুদের ঈদ উপহার সামগ্রী ও এতিমখানায় প্রচন্ড গরমে চাহিদার কথা মাথায় নিয়ে পানির ট্যাংকসহ কিছু সামগ্রী ও হালিশহরে অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে এসব কর্মসূচি পালন করা হয়।
গ্রুপের সদস্য ফোরকান রাসেল বলেন. ‘রমজান ও ঈদুল ফিতরে এতিম এবং অসহায় শিশুদের কিছু ঈদ উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটানোটা আসলে আমাদের আনন্দিত করে। মানুষের প্রতি মানুষের ভালবাসা বৃদ্ধি পাক। এতে আল্লাহ ও আমাদের রাসূল (স.) খুশি হবেন।’
আমাদের চট্টগ্রাম-০৭০৯ গ্রুপ সব সময় ব্যাচমেটদের নিয়ে এমন সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।
আরেক সদস্য মোহাম্মদ সাজু বলেন, ‘চট্টগ্রামের ০৭০৯ বন্ধুরা এ রমজান মাসে এ মহৎ উদ্যোগ ঈদ উপহার সামগ্রী দেয়ার মাধ্যমে সমাজের সকলের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করে। দেশের কল্যাণে ভবিষ্যতে জনস্বার্থমূলক কর্মকান্ডে চট্টগ্রাম- ০৭০৯ গ্রুপ অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।’
ঈদ উপহার সামগ্রী দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন শিপন, মাজিদ, একরাম, খালেদ, সামির সাজ্জাদ, আহসান জনি, বাশার ও রহিম উল্লাহ।