শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পৃথিবীর সবচেয়ে ধনী শহর নিউইয়র্ক

শনিবার, এপ্রিল ২২, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: পৃথিবীর সবচেয়ে ধনবান দেশগুলি যে প্রথম বিশ্বের, তা নিয়ে খুব বেশি সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই। এবার পৃ্থিবীর ধনী শহরের তালিকা এল প্রকাশ্যে। এইতালিকা সামনে এনেছে হেনলি অ্যান্ড পার্টনার্স। খুব স্বাভাবিকভাবেই যে শহরগুলিতে সবচেয়ে বেসি ধনী ব্যক্তিরা থাকেন, সেগুলিই তালিকায় উপরের দিকে রয়েছে। একটি বিশেষ বিষয় হল, ধনী শহরের প্রথম দশের তালিকায় কোন ভারতীয় শহর জায়গা পায়নি। তবে, চিনের দুটি শহর এ তালিকায় প্রথম দশে রয়েছে। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। অন্য দিকে, ইউরোপীয় শহর হিসেবে একমাত্র লন্ডন এ তালিকায় জায়গা পেয়ছে। এবার দেখে নেওয়া যাক কোন শহর কত নম্বরে রয়েছে?

নিউইয়র্ক সিটি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে তিন লাখ ৪০ হাজার কোটিপতির বাসস্থান। এছাড়া, রয়েছেন ৭২৪ জন সেন্টি-মিলিয়নেয়ার ও ৫৮ জন বিলিয়নেয়ার থাকেন। এটি পৃথিবীর সবচেয়ে ধনী শহর। পৃথিবীর দুটি বৃহত্তম স্টক এক্সচেঞ্জ আছে এ0 শহরেই। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স ও স্টেটেন আইল্যান্ডের মত পাঁচটি বড় শহর রয়েছে নিউ ইয়র্কের মধ্যে।

টোকিও: জাপানের টোকিও শহরে মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে দুই লাখ ৯০ হাজার ৩০০ জন। ২৫০ সেন্টি-মিলিয়নেয়ার থাকেন টোকিওতে। এছাড়া, এ শহরে বিলিয়নেয়ারের সংখ্যা ১৪ জন। এ শহরটি ধনী তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। পৃথিবীর তাবড় তাবড় বড় কোম্পানি হিটাচি, হোন্ডা, মিতসুবিশি, সফটব্যাঙ্ক, সনির জোরালো উপস্থিতি রয়েছে এ শহরে।

উপসাগরীয় এলাকা: এ তালিকায় রয়েছে সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি শহর। এ শহরে লাখ ৮৫ হাজার মিলিয়নিয়ার থাকে। এ এলাকায় থাকা সেন্টি-মিলিয়নেয়ার সংখ্যা ৬২৯ জন। বিশেষ বিষয় হল, এটি বিলিয়নেয়ারের সংখ্যার দিক থেকে নিউইয়র্ককেও পিছনে ফেলে দিয়েছে। এখানে বাস করেন এমন বিলিয়নেয়ারের সংখ্যা ৬৩ জন। নিউইয়র্কে এমন বিলিয়নেয়ারের সংখ্যা ৫৮ জন। পৃথিবীর শীর্ষ স্থানীয় টেক সংস্থাগুলি রয়েছে এ শহরে। সেই তালিকায় রয়েছে অ্যাডোব, অ্যাপল, সিসকো, ফেসবুক (মেটা), গুগল, এইচপি, ইন্টেল, লিঙ্কডইন, লিফট, নেটফ্লিক্স, টুইটার, উবার, ইয়াহুর মত সংস্থা।

লন্ডন: ২০০০ সালে মিলিয়নিয়ারের সংখ্যার দিক থেকে লন্ডন পৃ্থিবীর শীর্ষ শহরের তালিকায় ছিল এক নম্বর। গত ২০ বছরে এটি কিছুটা নেমে গিয়েছে। লন্ডনে মিলিয়েনেয়ারের সংখ্যা দুই লাখ ৫৮ হাজার জন। সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে ৩৮৪ জন ও ৩৬ জন বিলিয়নেয়ার থাকেন এ শহরে।

সিঙ্গাপুর ও লস অ্যাঞ্জেলস: সিঙ্গাপুর ব্যবসায়-বান্ধব শহর হিসেবে সুনাম পেয়েছে। সিঙ্গাপুরে বর্তমানে কোটিপতির সংখ্যা রয়েছে দুই ৪০ হাজার ১০০ জন। সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে ৩২৯ জন ও বিলিয়নিয়ারের সংখ্যা রয়েছে ২৭ জন। লস অ্যাঞ্জেলসে মিলিয়নিয়ারের সংখ্যা রয়েছে দুই লাখ পাঁচ হাজার ৪০০ জন। পাশাপাশি সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে ৪৮০ জন ও বিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে ৪২ জন।

বেইজিং ও সাংহাই: বেইজিং শহরে কোটিপতির সংখ্যা রয়েছে এক লাখ ২৮ হাজার ২০০ জন। এ শহরে সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা ৩৫৪ জন ও বিলিয়নিয়ারের সংখ্যা রয়েছে ৪৩ জন। চিনের আরো একটি শহর সাংহাইও রয়েছে ধনীতম শহরের তালিকায়। সাংহাইতে কোটিপতির সংখ্যা রয়েছে এক লাখ ২৭ হাজার ২০০ জন। সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে ৩৩২ জন ও বিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে ৪০ জন। সাংহাই স্টক এক্সচেঞ্জ হল মার্কেট ক্যাপ অনুসারে পৃথিবীর তৃতীয় বৃহত্তম স্টক মার্কেট।

বেঙ্গালুরু: ভারতের কোন শহর ধনী তালিকায় প্রথম দশের মধ্যেই নেই। তবে, পুরো তালিকায় স্থান পেয়েছে টেক সিটি বেঙ্গালুরু। এ শহরটি দ্রুত বর্ধনশীল ধনী শহরের তালিকায় স্থান পেয়েছে। অর্থাৎ, শহরে ধনী ব্যক্তির সংখ্যা হু হু করে বাড়ছে। বেঙ্গালুরুতে টেক-খাতও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।