বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

১৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রে, সাত মাস পর লাশ হলেন মুন্সীগঞ্জের যুবক

সোমবার, এপ্রিল ২৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় (২০ এপ্রিল) বিকাল সোয়া পাঁচটার দিকে কুইন্স বুলোভার্ড ও জ্যাকসন এভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা (৪৪) একটি দোকানে কাজ করার পাশাপাশি ডেলিভারি ম্যানের কাজ করতেন।

নিউইউর্ক পুলিশ জানায়, রানা তার নিজের ভুলে দুর্ঘটনায় মারা গেছেন। পণ্য ডেলিভারি দেয়ার জন্য রানা লং আইল্যান্ড সিটির জ্যাকসন এভিনিউ দিয়ে ইলেক্ট্রিক স্কুটার চালিয়ে যাচ্ছিলেন। ওই সময় ইন্টারসেকশনে কুইন্স বুলেভার্ডগামী একটি স্কুলবাস তার স্কুটারকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন রানা। তার স্কুটারটি বাসের চাকার নিচে চলে যায়।

রানাকে নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়েনওয়েল কর্নেল মেডিকেল সেন্টারে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘনিষ্ঠজনরা তদন্তের দাবি জানিয়েছেন। তারা মামলা করারও উদ্যোগ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর’ সমিতির সাবেক সভাপতি মো. শাহাদৎ হোসেন জানান, রানার বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরের বাংলা বাজার এলাকায়। তার বাবার নাম জজ মিয়া।

স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও বাবা-মা-ভাই-বোনদের দেশে রেখে সাত মাস আগে যুক্তরাষ্ট্রের এসেছিলেন রানা। দালালের মাধ্যমে আসতে তার ১৫ লাখ টাকা খরচ হয়েছিল। দেশে ঢাকার গুলিস্তান এলাকার একটি মোবাইল মেরামত-দোকানে মেকানিকের কাজ করতেন রানা।

মো. শাহাদৎ হোসেন জানিয়েছেন, বাস চালকের বিরুদ্ধে মামলা করার জন্যে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের আইনজীবী মঈন চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে।