বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আনুষ্ঠানিক ঘোষণা বাইডেনের

মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে তিনি মূলত দ্বিতীয় বারের মত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন লড়াইয়ের প্রচারণাও শুরু করলেন।

বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন- এমন ধারণাই জোরালো ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে মঙ্গলবার (২৫ এপ্রিল) সেই ঘোষণা সামনে এল।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রচারণা ভিডিও প্রকাশের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন বাইডেন। ওই বার্তায় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার পক্ষে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাইডেন বলেন, ‘প্রতিটি প্রজন্মের একটা বিশেষ সময় থাকে, যখন তাদেরকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়। মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় দাঁড়াতে হয়। আমার বিশ্বাস, আমরাই সেই প্রজন্ম। আর এ কারণেই আমি ফের প্রেসিডেন্ট পদে লড়ছি।’

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হন বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।

গেল বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভাল ফল করে বাইডেন নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি। ফলে, দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যই বলছেন, ‘আগামী বছরের নির্বাচনে তারা বাইডেনের পেছনেই থাকবেন।’ সাম্প্রতিক এক জনমত জরিপ এমনটাই বলছে।

যদিও ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার মত কিছু বিতর্কিত নীতি ও অতিরিক্ত বয়সের কারণে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। ৮০ বছর বয়সি বাইডেনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট।

গেল বারের মত বাইডেনের এবারের লড়াইটাও সম্ভবত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই হতে যাচ্ছে। কেননা রিপাবলিকান শিবিরের প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এখন পর্যন্ত ট্রাম্পই সবার চেয়ে এগিয়ে রয়েছেন।