রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চীনের নেতৃত্বে ব্রিকস জোটে যোগ দিতে চায় আরো ১৯ দেশ

বুধবার, এপ্রিল ২৬, ২০২৩

প্রিন্ট করুন

কেপটাউন, দক্ষিণ আফ্রিকা: চীনের নেতৃত্বে ব্রিকস জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে আরো ১৯ দেশ। খবর ব্লুমবার্গের। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস জোট। আগামী ২-৩ জুন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জোট সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জোটে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত অনিল সুকলাল।

সোমবার (২৪ এপ্রিল) সাক্ষাৎকারে সুকলাল বলেন, ‘প্রতিদিনই আমরা বিভিন্ন দেশের কাছ থেকে ব্রিকসে যোগ দেয়ার আবেদন পাচ্ছি। এর মধ্যে ১৩টি দেশ এ জোটে যোগ দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আরো ছয়টি দেশ অনুরোধ করেছে।’

ব্রিকসের সমন্বয়ক হিসেবে গেল বছর জোটটির সম্প্রসারণের প্রথম প্রস্তাব দেয় চীন। জাতিসংঘে উন্নত দেশগুলোর আধিপত্য ভাঙতে কূটনৈতিক প্রভাব তৈরি করতে চায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। তবে, চীনের এ প্রস্তাবে ভারতসহ জোটের অন্য সদস্যদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, আগ্রহীদের মধ্যে বেইজিংঘনিষ্ঠ দেশও রয়েছে। তারা জোটে এলে নিজেদের প্রভাব কমবে বলে শঙ্কা তাদের।

২০০৬ সালে ব্রিকস জোট গঠনের পর ২০১০ সালে এক বার জোটের সম্প্রসারণ করা হয়। এ সময় দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে যেসব দেশ জোটটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা জানিয়েছে, তার মধ্যে রয়েছে- সৌদি আরব ও ইরান। এছাড়া, যেসব দেশ জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, তাদের মধ্যে রয়েছে- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিশর, বাহরাইন ও ইন্দোনেশিয়া।

অনিল সুকলাল আরো বলেন, ‘জুনে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেয়ার কথা এরই মধ্যে নিশ্চিত করেছেন জোটভুক্ত পাঁচটি দেশের অর্থ মন্ত্রী। সম্মেলনে জোটে সদস্যপদ বাড়ানোর পাশাপাশি সুদানসহ অন্যান্য সংঘাত কবলিত দেশ ও অঞ্চল নিয়েও আলোচনা হবে।’

সুদানে ফের সংঘাত শুরু হয়েছে। দেশটিতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। দশ দিনের সংঘাতের পর মঙ্গলবার (২৫ এপ্রিল) তৃতীয় বারের মত তিন দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে, পর্যবেক্ষকরা বলছেন, ‘দেশটির কিছু অংশে যুদ্ধবিরতির আলামত পাওয়া গেলেও সংঘাতের প্রধান কেন্দ্র রাজধানী খার্তুম ও পার্শ্ববর্তী শহর ওমদুরমানে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।’