বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ডালাসে বর্ষ বরণ উৎসব করল ‘বাংলার সংস্কৃতি’

শনিবার, মে ১৩, ২০২৩

প্রিন্ট করুন

ডালাস, টেক্সাস, যক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরের কোপেলে -দ্য সাউন্ড এট সাইপ্রেসে রোববার (৭ মে) বিকালে বাংলা বর্ষ বরণ উৎসব করেছে বাংলার সংস্কৃতি। গান ও কবিতার আড্ডায় চলে এ আয়োজন। এছাড়াও, অনুষ্ঠানে নাচ ও গান করেন স্থানীয় শিল্পীরা।

আয়োজনে মূল আকর্ষণ ছিল ‘টং’ এর আড্ডা। দেশীয় বিভিন্ন মুখোরোচক খাবার নিয়ে সাজানো স্টলে ছিল। নানা ধরনের পিঠা, সিঙ্গারা, সমুচা, স্পেশাল ঝাল মুড়ি আর ছিল দেশীয় স্বাদের চা। দেশীয় খাবারের স্বাদ নিতে ‘টং’ এর সামনে শুরু থেকে শেষ পর্যন্ত উপছে পড়া ভীড় ছিল।

ছুটির দিন থাকায় ডালাসের আশে পাশের শহর থেকে লোকজন বর্ষ বরণের অনুষ্ঠানে যোগ দেন।