শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ‘মিরসরাই সমিতি ইউএসএ’র ঈদ পুনর্মিলনী

সোমবার, মে ১৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ‘মিরসরাই সমিতি ইউএসএ’র উদ্যোগে জমজমাট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মে) নিউইয়র্কের কানিংহাম পার্কে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আমজাদ ভূঁইয়া।

সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে সমিতির বর্তমান ও সাবেক উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিউইয়র্ক ও নিউইয়র্কের পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে ছুটে আসেন মিরসরাইবাসী। এ সময় খেলাধুলার পাশাপাশি উদযাপন করা হয় মাদার ডে। কেক কেটে দিবসটি উদযাপন করেন সমিতির সদস্যরা।

আয়োজনটি মিরসরাইবাসীদের অনন্য মিলনমেলায় পরিণত হয়।