চট্টগ্রাম: প্রথম বারের মত রোববার (২১ মে) যুক্তরাষ্ট্র থেকে বোমা নিষ্ক্রিয়কারী দুইটি রোবট পাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। খবর বাসসের।
সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের দূতাবাসের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রোববার রোবটগুলো বিনামূল্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি বলেন, ‘রোববার সিটির দামপাড়া পুলিশ লাইনে রোবটগুলো সিএমপির কমিশনারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।’
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের জ্যেষ্ঠ সন্ত্রাসবিরোধী উপদেষ্টা রিকি বি চেম্বার্স সম্পূর্ণ সেটআপসহ দুইটি বিস্ফোরক অস্ত্র নিষ্পত্তি (ইওডি) রোবট হস্তান্তর করবেন।
আসিফ বলেন, ‘রোবট চালানোর জন্য ইওডি প্রযুক্তিবিদ কর্তৃক বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের দুই সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হবে।’
দূর থেকে নিয়ন্ত্রিত রোবট দুইটি ঘটনাস্থলেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বা শারীরিক স্পর্শ ছাড়াই নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম।