হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক আবু হেনা রনির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগ ঘোষিত ‘গ্রীন উইক’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৬ জুন) এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন জামে মসজিদের আশেপাশের এলাকায় বিভিন্ন গাছ রোপণ করা হয়।
এ নিয়ে আবু হেনা রনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণয়ানের ফলে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সেটা রোধ করতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তরুণ ছাত্র সমাজকে সাথে নিয়ে চবি ছাত্রলীগের ব্যানারে আমি আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা ও আমরা প্রত্যেকে যেন অন্তত একটা গাছ লাগাই, সেই আহবান করাই ছিল আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য।’
কর্মসূচিতে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।