রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: কয়লার বিড়ম্বনা । মোহাম্মদ ওয়াসিম।

শুক্রবার, জুন ৯, ২০২৩

প্রিন্ট করুন

তোমাকে পাওয়ার জন্যে, হে কয়লাবাহী তরী।
তোমাকে পাওয়ার জন্যে,
আর কত কাল দাঁড়িয়ে থাকতে হবে সাগরের তীরে।
আর কত দিন প্রহর গুনতে হবে স্বদেশে।

তুমি আসবে বলে, হে কয়লাবাহী তরী,
প্রতিদিন মাথার বালিশ ভিজিয়ে নিচ্ছে
তোমার প্রহর গুনে।

তুমি আসবে বলে, হে কয়লাবাহী তরী,
হাতের হাতপাখা ঘুরিয়ে নিচ্ছে তোমার কথা ভেবে,
বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিচ্ছে ক্লান্তিহীনভাবে
শুধু তোমার কথা ভেবে।

তোমাকে পাওয়ার জন্যে,
আর কত দিন অপেক্ষায় থাকতে হবে!
হে কয়লাবাহী তরী,
তোমার অজুহাতে আজ দেশের মানুষের ঘুম নিছে কেড়ে,
হে কয়লাবাহী তরী,
তোমার জন্য দেশের উন্নয়নের চাকা গেছে থেমে।
তোমার অজুহাতে আজ‌‌‌,
দেশের বাইরে-ভেতরে বিদ্রোহীদের চক্রঘুরে।
তোমার জন্যেই কত ফুটফুটে অবুঝ শিশু
যেতে হল ওপারে।

সবাই অধীর প্রতীক্ষায় প্রহর গুনছে তোমার জন্যে,
হে কয়লাবাহী তরী,
পৃথিবীর যে কোন প্রান্ত থেকে হোক, অবশেষে
তোমাকে আনার জন্যে ,
যে ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি উঠল স্বদেশে,
নতুন আশার আলো নিয়ে,
নিশান উড়িয়ে, জয়ধ্বনি তুলে
এসো এ আমার প্রিয় স্বদেশে।

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম