কালক্ষেপণ করিয়া করিয়া কিছু পাইবার যে অলস আকাঙ্ক্ষা;
তাহা ছুটিয়া গেলে কি দুঃখ পাইতে হয়?
নাকি ‘যাক নিস্তার পাইলাম
একখানা ভাবিবার বস্তু কমিয়াছে’- এই বলিয়া আশ্বস্ত হইতে হয়!
তাহা বুঝিবার বাসনা আমার জাগে না।
তবে দ্বিতীয়খানা’ই অধিক শ্বাসত বলিয়া বিশ্বাস হয়,
কেননা, জগতে ভাবিবার বস্তুর অভাব নাই।
এই বার ফিরিয়া আসি প্রথম কথায়,
কিছু পাইবার অলস আকাঙ্ক্ষা বিষয়ে
তাহা পাইলেই কি আর না পাইলেই কি?
জগতে কোন কিছু পাওয়ার আনন্দ হল ক্ষণিক সময়ের উদ্যাপন;
বাকি সব সময় তো সেই চিরকালের নিয়মেই চলিবে।
কত শত জিনিস’ই তো হাতে পাইবার পর ভাবি
দরকার ছিল না, না পাইলেই ভাল হইত;
সে ক্ষেত্রে না পাওয়া’ই সৌভাগ্য বলিয়া বিবেচিত।
তবে তাহাই কাম্য কালক্ষেপণে কিছু চাওয়া হোক হাতছাড়া।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম