লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিকে ঘিরে গোলকধাঁধায় পড়ে গিয়েছেন নেটিজেনরা। গোলকধাঁধা তৈরি করা সে ছবিতে রয়েছে হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের ছবি। খবর এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমসের।
ভাইরাল হওয়া সে ছবিতে দেখা যাচ্ছে, একসাথে তিন টম ক্রুজ একে অন্যের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। এ তিন টম ক্রুজের মধ্যে কোনজন আসল টম ক্রুজ, তা বলতে পারেননি অনেকেই।
তিন টম ক্রুজের এ ছবিটি প্রথম আপলোড করেন মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ এর পরিচালক লাকসমি আর লিয়ার। গেল ৭ জুন প্রথম এ ছবিটি নিজের টু্ইটারে আপলোড করেন তিনি।
আপলোডের চার দিন পেরিয়ে গেলেও এ ছবিতে কে আসল টম ক্রুজ, তা এখনো বলতে পারেননি নেটিজেনরা। তাই, বাধ্য হয়েই পরিচালককে প্রশ্ন করতে শুরু করেন ভক্ত ও নেটিজেনরা।
এ তিনজনের মধ্যে কে আসল টম ক্রুজ? এমন প্রশ্ন পরিচালককে ছুড়ে দেয়া হলে পরিচালক লাকসমি জানান, এখানে কেউই আসল টম ক্রুজ নয়। সবাই টম ক্রুজের বডি ডাবল। অনেক নেটিজেনই মনে করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারসাজি।
ভাইরাল হওয়া সে ছবির ব্যাপারে অবশ্য টম ক্রুজ বা সংশ্লিষ্ট কেউই এখনো কিছু বলেননি।
এ দিকে, আগামী ১২ জুলাই মুক্তি পেতে চলেছে টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’। চলচ্চিত্র মুক্তির আগে এটি নির্মাতার পক্ষ থেকে প্রচারণার একটি অংশ হতে পারে- এমনই মনে করছেন নেটিজেনদের কেউ কেউ।