সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

তালুকদার আব্দুল খালেক ফের খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত

সোমবার, জুন ১২, ২০২৩

প্রিন্ট করুন
তালুকদার আব্দুল খালেক

খুলনা: তৃতীয় বারের মত খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র পদে আওয়ামী সমর্থিত তালুকদার আবদুল খালেক পুনঃনির্বাচিত হয়েছেন। খালেক তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন।

সোমবার (১২ জুন) রাতে সিটির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কন্ট্রোল রুমে ২৮৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার (আরও) মো. আলাউদ্দিন। তালুকদার আবদুল খালেক তার দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

কেসিসির নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ৫২২ জন ভোটারের মধ্যে মোট দুই লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোটার ভোট দিয়েছেন এবং কাস্টিং ভোটের শতাংশ ছিল প্রায় ৪৭ দশমিক ৮৯ শতাংশ।

প্রবীণ রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক ২০০৮ ও ২০১৮ সালেও জয়ী হন।