নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের রুজভেল্ট এভিনিউতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বহুমুখী সেবাদানকারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রাভেলস অ্যান্ড টেক। শুক্রবার (৯ জুন) দুপুরে বাণিজ্যিক এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামীক টেলিভিশন ও চ্যানেল সেভেনএইটসিক্সের কর্মধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ বলেন, ‘বাংলাদেশি কমিউনিটির জন্য তাদের মন, ভাষা ও চাহিদা বুঝে সঠিক সেবা দেয়ার উদ্যোগটি অনেক গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহ ট্রাভেলস অ্যান্ড টেকের উদ্যোক্তারা যে অঙ্গিকার করেছেন, তা বাস্তবায়ন হলে আমাদের স্বজনেরা অনেক মানসম্পন্ন সেবা পাবেন। এটিই হয়ে উঠবে দায়বদ্ধতা ও ভালবাসার দৃষ্টান্ত।’
উদ্যোক্তারা জানিয়েছেন, বিসমিল্লাহ ট্রাভেলস অ্যান্ড টেকে থাকবে ট্রাভেল এজেন্সি, সেলফোন মেরামত ও বিক্রয়, মানি এক্সচেঞ্জ, কার্গো প্যাকেজিং ইউপিএস, ফেডেক্স, ডিএইচএল এবং বাংলাদেশে পণ্য আনা নেয়ার ডোর টু ডোর সার্ভিস। ওমরাহর জন্য এখানে থাকবে বিশেষ অফার। পরে, এ প্রতিষ্ঠানের সেবায় ডিজিটাল প্রিন্টিং ইউনিট ও ক্যাটারিং যুক্ত হবে।
বলে রাখা ভাল, বিসমিল্লাহ ট্রাভেলস অ্যান্ড টেকের অংশীদার জ্যাকসন হাইটসের চার পরিচিত মুখ। তারা হচ্ছেন আবুল কাশেম, শেখ নোমান পলাশ, রফিকুল হাসান রাফি, মোহাম্মদ চিশতি। বাংলাদেশি কমিউনিটির মানসম্পন্ন সেবা দিতেই প্রতিষ্ঠানটি গড়েছেন তারা।