সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

তরুণ ভোটাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি

মঙ্গলবার, জুন ১৩, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘দেশে ক্রান্তিকাল চলছে, দেশ হায়েনার কবলে পড়েছে। মানুষের ভোটের অধিকার নেই। প্রায় চার কোটি নতুন ভোটার বিগত ১৫ বছর ধরে যারা নতুন ভোটার হয়েছে, তরুণ ভোটার যারা ভোট দিতে পারেনি, ভোট মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটারেরাই একটি রাষ্ট্র পরিচালনায় কোন দল থাকবে, কোন ব্যক্তি পরিচালনা করবে, সেই রাজনৈতিক অধিকার রয়েছে একজন ভোটারের। তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি। বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। এ সরকার দেশের সব অর্জন খেয়ে ফেলেছে। এখন রিজার্ভ গিলে ফেলেছে। আর কয়েক দিন ক্ষমতায় থাকলে পুরো দেশটাকে খেয়ে ফেলবে। দেশের অস্তিত্ব আর রাখবে না। তাই, এখনই সময়-তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসব খেকো সরকারকে সরাতে হবে। এ জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যুবকদেরকে রাজপথে নামাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারুণ্যের সমাবেশের ডাক দেয়া হয়েছে ভোটের অধিকার আদায়ের জন্য। চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এখন বুধবার (১৪ জুন) চট্টগ্রাম থেকে শুরু হবে ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম।’

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুধবার (১৪) জুন চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের সমাবেশ’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, ‘সরকার ঘরে ঘরে চাকুরি দেবে বলে দেশের মানুষকে বলেছিল। কিন্তু, দলীয় লোকদের চাকুরি দিতে গিয়ে দেশের মেধাকে ধ্বংস করে দেয়া হয়েছে ও অধিকাংশ ভিন্ন মানুষের চাকুরিচ্যুত করেছে। বিচার বিভাগকে ধ্বংস করে দেয়ার কারণে মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছে আওয়ামী সরকার। কিছু দিন আগে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অস্ত্রের মহড়া দেখেছেন। কিন্তু, কাউকে গ্রেফতার করা হয়নি। শুধু বিরোধী দলের নেতা কর্মীরা কথা বলার কারণে হামলা, মামলা, গ্রেফতার ও গুমের শিকার হচ্ছে।’

তিনি বলেন, ‘রক্ত দিয়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। প্রত্যাশা ছিল স্বাধীনভাবে বসবাস করব, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব। সাম্যের প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। কিন্তু, আজকের বাংলাদেশের এমন অবস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য। ধনী সব চাইতে ধনী আর গরিব সবচাইতে গরিব।’

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে। লুটপাট আর দুর্নীতিতে নিমজ্জিত সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে। চার দিকে হাহাকার। জনগণ আর এ অপশাসনের ভার বইতে পারছে না। এ অবস্থা থেকে মুক্তি পেতে বুধবার (১৪ জুন) চট্টগ্রামের তারুণ্যের সমাবেশের ডাক দেয়া হয়েছে, সেই সমাবেশে তরুণরা মহাসমুদ্রের সম্মিলন ঘটবে তাদের অধিকার আদায়ের জন্য। সেখান থেকেই দেশের ভাগ্য নির্ধারণের বার্তা দেয়া হবে।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্যাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদলের চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন