মঙ্গলবার, ২০ মে ২০২৫

শিরোনাম

অ্যাডিশনাল আইজি কামরুল আহসানের আগমনে সিএমপির সুধী সমাবেশ ও মতবিনিময়

বুধবার, জুন ১৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) কামরুল আহসানের চট্টগ্রামে আগমন উপলক্ষ্যে সুধী সমাবেশ ও মত বিনিময় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (১৩ জুন) রাতে সিটির দামপাড়া পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিল শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সিএমপির কমিশনার কৃষ্ণ পদ রায়। মো. কামরুল আহসান এতে প্রধান অতিথি ছিলেন। অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ আসনের সাংসদ ফজলে করিম চৌধুরী; চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এমএ লতিফ।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জন সংযোগ) স্পিনা রানী প্রামাণিকের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজান; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরিন আখতার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সাংবাদিক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

আরো অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

সভায় চট্টগ্রাম সিটির অতিরিক্ত যানজট নিয়ে বক্তারা অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে তারা সিএমপির কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সে বিষয়ে পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

মো. কামরুল আহসান চট্টগ্রামে অবস্থানকালীন তার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। চট্টগ্রাম তার চাকরি জীবনের সবচেয়ে সেরা অধ্যায় বলে উল্লেখ করেন। তিনি চট্টগ্রামের আইনশৃঙ্খলা আগের চেয়ে অনেক ভাল বলে মন্তব্য করেন।

উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ. অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা।

আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, মহানগর কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।