চট্টগ্রাম: প্রিয় মানুষকে বিশেষ দিনে বিশেষ কিছু উপহার দেয়ার মধ্যে যে তৃপ্তি, তা যেন আর কিছুতেই নেই। শত প্রতিকূলতা আর আর্থিক দৈন্যের দিনে মধ্যবিত্ত দম্পতি আকাশ আর বিনেতা এ সময়ের জিম ও ডেলা যখন অসহায়- তখন তারা পরষ্পরকে এমন মূল্যবান উপহার দেয়, যার কাছে অনেক দামী জিনিসও ম্লান হয়ে যায়। শুধুমাত্র সত্যিকারের ভালবাসাই পারে- এমন সিদ্ধান্তে উপনীত হতে।
ও হেনরির গল্প অবলম্বনে কিরন মৈত্রের নাট্যরুপে ‘স্কেচ গ্যালারি’র প্রথম নাট্য প্রযোজনা ‘ভালোবাসি ভালোবাসি’ আগামী শনিবার (১৭ জুন) বিকাল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। মঞ্চ, আলোক, পোষাক ও শিল্প নির্দেশনায় কেএম সানাউল হক, আবহ: সংগীতে মো. মঈনুদ্দিন কোহেল, প্রযোজনা অধিকর্তা মো. মানিক হোসাইন। নাটকটিতে অভিনয় করবেন বিজন মজুমদার, নাহিদা আক্তার মুন্নী, বাপ্পী হায়দার, নাঈমা নাজনীন, মো. নাজিম উদ্দীন মামুন ও দিলরুবা জাহান। প্রদর্শনীর আগে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে। প্রয়োজনে ০১৭১৭-০৪৫১৩৯ এ নম্বরে যোগাযোগ করা যাবে।
বলে রাখা ভাল, সময়ের প্রয়োজন মেটাতে তারুণ্যের শক্তিতে ভর করে ‘স্কেচ গ্যালারি’র পথচলা শুরু। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও তার অনালোকিত দিকগুলো উপস্থাপনে প্রয়াসি ‘স্কেচ গ্যালারি’ ২০১৮ এর ডিসেম্বরে যাত্রা শুরু করে ইতিমধ্যে গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম হল- স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ প্রযোজনার আলোকচিত্র নিয়ে ‘আলোকচিত্রে মঞ্চালোক-১, ২’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় ও চট্টগ্রাম সিটির ফিরোজশাহ কলোনী সরকারী প্রাইমারী স্কুল মাঠ, পতেঙ্গায় আয়োজন, নাট্য ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র, করোনাকালে সাধারণ মানুষের যাপিত জীবন নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্যচিত্র ও শর্ট ফিল্ম নির্মাণ। প্রামাণ্যচিত্রগুলো ‘স্কেচ গ্যালারি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজে নিয়মিত প্রদর্শিত হচ্ছে।