কেন জানি মনে হয়,
আমি যেভাবেই যায় শেষ পর্যন্ত
তোমাদের কাছে গিয়ে পৌঁছাবই।
আমি, তুমি, সবাই এক দিন বৃদ্ধ হব দেখ
পিতা-মাতাকে আঘাত দিও না কভু মনে রেখ।
তারা যদি হয় তোমার আমার নিকট বৃদ্ধ
তাদের পানে বিরুপ হয়ো না অদ্য।
তাদের সামনে মমতার সাথে বিনয়াবনত হইয়ো।
তাহাদের তরে দোয়া করে খোদার কাছে কইয়ো,
শৈশবে তারা যেভাবে করেছে লালন প্রভু,
তাদেরও সেভাবে দয়া কর দুঃখ দিও না কভু।
ক্ষমা করে দিন প্রভু সেই বিচারের দিন
আমার পিতা-মাতা আর যারা মুমিন।
সবাই বলে রক্তের টান ও নাড়ীর বন্ধন
শিকড়ের সন্ধানে খুঁজি সদায়-ধ্যানে
যে বন্ধনে নেই কোন স্বার্থ ,নেই কোন শর্ত,
মিশে আছে শুধু মননে, পিতা-মাতার প্রকৃত বন্ধনে।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম